নওগাঁর বদলগাছীতে যুবদের দক্ষ করে গড়ে তুলতে ক্যারিয়ার টক

যুবদের হাত ধরেই এগিয়ে যাবে বিশ্ব। সেকারণেই যুবদের দক্ষ করে গড়ে তোলার জন্য নওগাঁর বদলগাছীতে সামাজিক সংগঠন আলোর সন্ধানে’র আয়োজনে বদলগাছী প্রেসক্লাবের সহযোগিতায় “ক্যারিয়ার টক উইথ আরমান” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
১৯ ডিসেম্বর নওগাঁর বদলগাছীস্থ বিদ্যাসাগর ইন্সটিটিউটে(স্পোর্টিং ক্লাব) এ সেমিনার অনুষ্ঠিত হয়৷ এ অনুষ্ঠানের পরিচালনা করেন আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা ও স্থানীয় বদলগাছী প্রেসক্লাবের সদস্য মো. আরমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সাংবাদিক মো. এমদাদুল হক দুলু, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সাংবাদিক সানজাদ রয়েল সাগর,সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক শহিদুল ইসলাম দবির, চ্যানেল আইয়ের সিনিয়র ফটো সাংবাদিক এসএম নাসির, সাংবাদিক রুবেল হোসেন, আবু জর গিফারী, খালিদ হাসান মিলুসহ অন্যান্যরা।
এ কর্মসূচির পরিচালক আরমান হোসেন বলেন, “আমরা নিজের দক্ষতা বৃদ্ধির কথা না চিন্তা করেই সবসময় হতাশায় ভুগি। সবার উচিত হতাশা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর এই কাজে সহায়ক হিসেবে কাজ করতেই এই উদ্যোগ।”
সেমিনারে আগত যুবদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “যুবদের নিজেদের ভেতর থেকে জড়তা ছাড়িয়ে নিজের আগ্রহ ও সেই আগ্রহ কেন্দ্রিক কর্ম দক্ষতা তৈরী করা আবশ্যক।”
সেমিনারে আগ্রহী যুবদের যোগ্যতার ভিত্তি তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করে তোলা হবে। সেইসাথে ভবিষ্যতে প্রশিক্ষিত ও দক্ষ এই যুবদের জন্য “ক্যারিয়ার হাব” তৈরী করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।সেমিনারে ৩০ জন শিক্ষিত বেকার যুবদের আগ্রহনুসারে ক্যারিয়ার বিষয়ে পরামর্শ ও পরিকল্পনার পর্যালোচনা করা হয়।
One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *