আলোর সন্ধানে’র বিশ্ব হাত ধোয়া দিবস পালন

বদলগাছীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত...নওগাঁস্থ বদলগাছীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৫ উপলক্ষে ১৫ অক্টোবর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপ ও আলোর সন্ধানে নওগাঁর আয়োজনে সকাল ১০টায় বদলগাছীতে দিনব্যাপী হাত ধোয়া কর্মসূচী ও সচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালিত হয়।

হাত ধোয়া কর্মসূচী অংশগ্রহন করেন বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিয়ার চৌধুরী, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপ এর প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফেসর ইউনুছার রহমান, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় এর উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম খান, বদলগাছী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. মোজাফ্ফর হোসেন, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল হায়াত, মো. শাহাদত হোসেন, বদলগাছী মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ, বদলগাছী রেড ক্রিসেন্ট এর সম্পাদক মাহমুদুল হাসান (হিরো), দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চপল কুমার, স্নিগ্ধা সাহা, বদলগাছী প্রেস ক্লাবের সহ-সভাপতি এমদাদুল হক দুলু, সম্পাদক হাফিজার রহমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাত ধোয়ার প্রয়োজনীয়তা কথা তুলে ধরে বদলগাছীর রাস্তায় রাস্তায় প্রচারাভিযান এবং দুই শতাধিক পথচারী হাত ধোয়ানোর কার্যক্রম পরিচালনা করা হয়।

পথচারীদের হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ এবং সচেতনতামূলক তথ্যাদি প্রচার সম্পর্কে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম খান বলেন, “হাত ধোয়া একটি জরুরী বিষয়। আপনাদের এই কার্যক্রম পরিচালনা করার জন্য ধন্যবাদ।”

হাত ধোয়া দিবস সম্পর্কে আলোর সন্ধানে নওগাঁর সভাপতি মো. আরমান হোসেন বলেন, “হাত ধোয়ার সু-অভ্যাস না থাকার কারণে প্রতিদিন দুই হাজার শিশুর মৃত্যু হচ্ছে। শুধু হাত ধোয়া সু অভ্যাসেই আমরা এই মৃত্যু রুখতে পারি; সমাজে সকল স্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই কর্মসূচী।”

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *