বদলগাছীতে উদ্যোক্তা উন্নয়ন ও অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
|নওগাঁর বদলগাছীতে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন, অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বদলগাছী যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়নে সকাল ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মো. হুসাইন শওকত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী, বিশেষ অতিথি নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান ও মো. শাহাবুদ্দিন সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, বদলগাছী যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ ও আলোর সন্ধানে নওগাঁ’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণের প্রথম অধিবেশনে অটিজম কি?, কেন?, অটিজমে আক্রান্ত যুবদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য, অটিজমের আক্রান্তদের রোগ নির্ণয়, অটিজমের সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়।
কর্মশালার ২য় অধিবেশনে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা, অটিজমে আক্রান্ত যুবদের যুবশক্তিতে রপান্তরে করণীয়, যুবরা কিভাবে উদ্যোক্তা হয়ে উঠবে, যুব উন্নয়ন অধিদপ্তর কিভাবে যুবদের উদ্যোক্তা করতে সহায়তা প্রদান করবে সে সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় বদলগাছীর বিভিন্ন এলাকা হতে ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে যার মধ্যে ১৫ জন আলোর সন্ধানের সদস্য।