বদলগাছীতে আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
|শীতবস্ত্র পেয়ে উপকারভোগী খুকি আরা বলেন “অ্যনেক দ্বারে দ্বারে ঘুরিচি কেউ কম্বল দ্যায়নি। এই ঠান্ডাত কম্বলডা প্যায়ে ভালো হলো। অনেক ভালো থ্যাকো তোমরা।”
আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের সহকারী ইউনিট লিডার আরমান হোসেন বলেন, “সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো প্রতিশ্রুতি নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছিলো যা চলমান থাকবে।” দিনব্যাপী এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গন্যমান্য ব্যক্তিবর্গের সম্পৃক্ততায় বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হয়।
উল্লেখ্য যে, রোভার গ্রুপটি প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার স্লোগানে এগিয়ে যাচ্ছে। এছাড়াও দেশের সকল দূর্যোগে সবসময় অগ্রনী ভূমিকা পালন করে আসছে সংগঠনের সদস্যরা। ২০১৩ সালে নওগাঁ প্রথম মুক্ত রোভার স্কাউটি গ্রুপ হিসেবে বাংলাদেশ স্কাউটস এর নিবন্ধন লাভ করে।
আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপ মূলত সেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোর সন্ধানের সহযোগি সংগঠন। আলোর সন্ধানে ২০১৩ সালে নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সৃষ্ট একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর শৈশব প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, যুবদের কর্মসংস্থানে সহযোগিতা, দুস্থদের সহযোগিতা সহ যাবতীয় নানা সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে আলোর সন্ধানে।
নিউজ লিংক: