সাপাহারে শীতার্তদের পাশে আলোর সন্ধানে নওগাঁ
|সাপাহারে আলোর সন্ধানে নওগাঁর আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ০৬ ডিসেম্বর আলোর সন্ধানে নওগাঁর আয়োজনে বিকেল ৩টায় সাপাহার রিপোর্টার্স ফোরাম নওগাঁ এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোর সন্ধানে নওগাঁর উপদেষ্টা আলতাফুল হক চৌধুরী আরব এর পৃষ্ঠপোষকতায় ও আলোর সন্ধানে নওগাঁর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো. আরমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন সাপাহার সরকারি কলেজ রোভার গ্রুপের সম্পাদক মো. মজিদুল আলম, সাপাহার প্রেস ক্লাবের সহ-সম্পাদক গোলাপ খন্দকার, সাপাহার আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ কুজুর, নওগাঁ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি সুলতান আহমেদ।
শীতবস্ত্র বিতরণ শেষে বিপ্লব কুমার -কে সভাপতি এবং সত্যজিৎ সাহা -কে সম্পাদক করে সাপাহারে ২০ সদস্য বিশিষ্ট “আলোর সন্ধানে সাপাহার শাখা”র কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, ভালো কাজ করার প্রবল ইচ্ছাশক্তিতে ২০১৩ সাল হতে আজ অবধি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছে সংগঠনটি। আলোর সন্ধানের সভাপতি মো. আরমান হোসেন জানান, “আমরা নতুন প্রজন্মরা সেইসব শীতার্ত মানুষের জন্য কিছু করতে চাই। তাঁদেরকে শীতবস্ত্র দেয়ার মাধ্যমে তাঁদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই আমরা।” সংগঠনটি ১৪ ডিসেম্বর নওগাঁ জেলাধীন বদলগাছী উপজেলাতেও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।
আপনারাও এগিয়ে আসতে পারেন সংগঠনটির সাথে মানবতার ডাকে। আসুন শীতার্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার দিই। মানবতার দাবিতে অবহেলিতদের পাশে দাঁড়াই একসাথে।