দুস্থদের মাঝে আলোর সন্ধানে বদলগাছী’র সেমাই চিনি বিতরণ


নওগাঁর বদলগাছীতে আলোর সন্ধানে বদলগাছী’র উদ্যোগে দুস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ০৩ জুলাই কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৪টায় এই সেমাই চিনি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোর সন্ধানে’র পৃষ্ঠপোষক ও উপদেষ্ঠা আলতাফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি সামসুল হক, প্রধান শিক্ষক বিলকিস আরা, সহকারী শিক্ষক ইলোরা ফেরদৌসী, সংগঠনের উপদেষ্ঠা আবু হরাইড়া বাদশা, বদলগাছী প্রেস ক্লাবের সাংবাদিক হাফিজার রহমান, আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন, বিপ্লব কুমার, উদয় চন্দ্র মন্ডল, নিতেশ কুমার চক্রবর্ত্তী, আবু মুসা, রানা হামিদ, রানা হোসেন সহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ কার্যক্রমে ১০০ জন দুস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।


ইতিমধ্যে আলোর সন্ধানে’র সেমাই চিনি বিতরণ নওগাঁ’র সাপাহার ও রাজশাহীর বাগমারাতে সম্পন্ন হয়েছে। আগামীতে ৪ জুলাই বগুড়া জেলার সান্তাহারে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সেমাই চিনি বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের সদস্যরা।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *