বর্তমান যুগটা বড়ই যান্ত্রিক। এ যুগে মানুষ বড়ো আত্মকেন্দ্রিক। নিজের জগত নিয়ে ব্যস্ত হওয়ায় অন্যকিছু নিয়ে ভাবার সময় কারোর নেই। মানুষ যেন ভুলে গেছে গীতার সেই অমৃত বানী
জীবে সেবায় পরম ধর্ম। হাজার প্রহরের লাখো উপাসনা থেকে এক মুহূর্তের মানব সেবা বেশি গুরুত্ব বহন করে। কারণ জীবমাত্রই স্রষ্টার সৃষ্টি। এ সৃষ্টিকে ভালোবাসলেই স্রষ্টার নৈকট্য লাভ সম্ভব। আর
কিছু মানুষের জন্মই হয় সমাজের কল্যানের জন্য। মানবতার বিকাশে নিবেদিত প্রাণ মানসিকতা সম্পন্ন এই মানুষরা সমাজের আর্শীবাদ। এমনই একজন সুহৃদ মানুষ নিমাই চন্দ্র চক্রবর্তী। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর গ্রামে