শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব গ্রহন করলো আলোর সন্ধানে সান্তাহার
|আলোর সন্ধানে সান্তাহার একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর লেখাপাড়ার দায়িত্ব গ্রহন করেছে। আলোর সন্ধানে ছাত্র সংগঠনের বন্ধু সংগঠন হিসেবে এই ভালো কাজটিতে তাঁরা অংশগ্রহন করে। আলোর সন্ধানে সান্তাহার এর সকল সদস্যরা তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে এই ভালো কাজটি করার জন্য এগিয়ে যাবে। শুধুমাত্র ভালো মানসিকতাকে পুঁজি করে এবং প্রবল ইচ্ছা শক্তির ফলে আলোর সন্ধানের এগিয়ে চলা। আলোর সন্ধানে এরই মধ্যে ৬জন শিক্ষার্থীর পড়াশুনার দায়িত্ব, ৫জন যুবককে কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় আলোর সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন এর উপস্থিতিতে আলোর সন্ধানে সান্তাহার শাখার সকল সদস্যরা শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব গ্রহন করে।