রানীনগরে বানভাসিদের মাঝে নওগাঁ জেলা রোভারের ত্রাণ বিতরণ
|বাংলাদেশ স্কাউটস্ নওগাঁ জেলা রোভারের ব্যবস্থাপনায় ও সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপ এবং রানীনগর শের এ বাংলা কলেজ রোভার গ্রুপের সহযোগিতায় রানীনগরে বানভাসিদের ত্রাণ সমগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বেলা ৩টায় রানীনগর ঘোষগ্রাম কে.বি. উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এই ত্রাণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. আব্দুল মজিদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, রানীনগর শের এ বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান, বাংলাদেশ স্কাউটস্ এর লিডার ট্রেইনার প্রফেসর মো. হামিদুল হক, নওগাঁ জেলা রোভারের সম্পাদক মো নাসিম আলম, নওগাঁ জেলা রোভারের সাবেক সম্পাদক ইয়াকুব আলী নিশান, রানীনগর শের এ বাংলা ডিগ্রি কলেজ রোভার গ্রুপের সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ঘোষগ্রাম কে.বি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন, আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের সিনিয়র রোভার মেট ও নওগাঁ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. আরমান হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই কর্মসূচীতে ৫০টি পরিবারে প্রায় ২৫০ জনের মাঝে চিড়া, চিনি, লবন, বিস্কুট, মোমবাতি, দেয়াশলাই ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। দেশের এই ক্রান্তিকালে নওগাঁ জেলা রোভারের নির্দেশনা অনুযায়ী প্রায় সবকটি রোভার গ্রুপ ত্রাণ সামগ্রী বিতরণ এবং আপদকালীন মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
উল্লেখ্য যে, নওগাঁ জেলা রোভার ২০ ও ২১ আগস্ট নওগাঁ সদর উপজেলার ইকরতারা এবং মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউপিতেও ত্রাণ বিরতণ করার উদ্যেগ গ্রহন করেছে।