শোন হে মানুষ ভাই,
মানবের মুক্তির জন্য আলোর সন্ধান করে যাই।
ঘরের কোনে মুখ লুকিয়ে থাকিতে নাই
জীবনকে পরের কল্যানে বিলিয়ে দিতে চাই।
চল মোরা খুঁজি আলোর সন্ধান
অবহেলিত মানবের মর্মে সুখ করবো দান।
সমাজের যত পথশিশু আছে
শিক্ষার আলো দিয়ে দুঃখ দেবো ঘুচে।
যত আছে সমাজের গরিব মেধাবী ছাত্র
সাহায্য করবো তাদের ভুলে যাবো গোত্র।
এসো সকলে মোরা এক জোট হই
সত্যকে সামনে রেখে জীবন করবো জয়।
এসো সকলের বিপদে পাশে দাঁড়াই
সকল ভেদাভেদ ভুলে সাহায্যে হাত বাড়াই।
পরের কল্যাণে জীবনকে যে করে দান
ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম।
রেজাউল ইসলাম (সাহেব)
বদলগাছী, নওগাঁ।
Related
About The Author
alorsondhane