জীবনচক্র
|আমি কৃষকের লাঙল ধরি
ধরি রিক্সার মুঠি,
আমিই আবার দুঃখ মুছে সুখের সাগরে ভাসি!
আমি চাকুরীজীবির চেয়ারে বসি,
জ্ঞান পিপাসুর কলম ধরি
দিন রাত আমি চষিয়ে ঘুরি।
আমিই আবার আতুড় ঘরে কান্না হয়ে জাগি।
আমি সুখি, আমি দুঃখী; আমিই অসহায়।
কখনো আমি তেতলায়
কখনো গাছতলায়
আবার কখনো বৃদ্ধাশ্রমের মায়ের কান্নায়।
আমি আদর্শের বলিষ্ঠ কন্ঠ
সেই আমিই হই আদর্শের বলি,
কখনো করি শালিস আমি
কখনো করি চুরি।
আমি নামী, আমিই দামী; আমিই জঘন্য
কখনো আমি কুহকে পড়ে হয়ে যাই হন্য!
কখনো আমার আহার দামী; কখনো কমদামী।
এমনি করে যাচ্ছে কেটে
চলছে ভালোই বেশ
ক্ষনস্থায়ী সব সপ্ন দেখার হবে নাকো শেষ।
-মিলন মাহমুদ
কথা বন্ধু
বরেন্দ্র রেডিও নওগাঁ।