শেষের শুরু
|দিবসের শেষ ভাগে আমার স্বপ্ন চাষ শুরু হয়।
রবির আভা যখন মিলিয়ে যায়,
গোধূলীর শুরুতে ঝাপসা বীজের বীজ তলায় বসে;
আলোর শেষ যে বিন্দুই,
আসলে তিমির তো শুরুই হয় এখানে!
হতাশার বানে যখন স্বপ্নগুলো থৈ থৈ-
আমি ঘুরে দাড়াই আবার স্বপ্নচারী হবো বলে।
দিবা স্বপ্নে বিভোর আমি
মাঝে মাঝে রাত্রিচর হই, দিবসের শেষে স্বপ্ন ধরতে,
হোকনা এক স্বপ্ন চুরমার, হোক না হাজারটা;
আমি তো স্বপ্নবাজ।
যেখানে শেষ সেখান থেকেই শুরু স্বপ্নখেলা
স্বপ্নের শেষ সইবো না
শেষেই শুরু….!
-মো. সাজ্জাদ হোসেন সাজু
তথ্য প্রযুক্তি সম্পাদক
আলোর সন্ধানে বদলগাছী।