তুমিই সে
|বাংলার আঙ্গিনায় হেমন্তের ভোরে,
বিন্দু বিন্দু শিশিরে শিক্ত
তুমি প্রস্ফুটিত একটি সাদা গোলাপ।
সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি তুমি
কারও সাথে তোমার তুলনা নেই,
তোমার তুলনা কেবলই তুমি নিজেই।
হাস্যোজ্জল মুখাবয়বে মায়াবী ঠোঁটের
মিষ্টি মধুর হাসিতে যেন মুক্তা ঝরে।
চোখ জুড়ানো বিষ্ময়কর রূপলাবন্যের
সৌরভ ছড়ানো একটি ফুটন্ত গোলাপ তুমি।
শুভ্র গোলাপের সুরভিত পাপড়ী মেলে
কোন এক স্থানে, এক শুভক্ষণে
হয়েছিলো তোমার আত্মপ্রকাশ…।
-মো. সাজ্জাদ হোসেন সাজু
তথ্য প্রযুক্তি সম্পাদক
আলোর সন্ধানে, বদলগাছী