আমি কৃষকের লাঙল ধরি ধরি রিক্সার মুঠি, আমিই আবার দুঃখ মুছে সুখের সাগরে ভাসি! আমি চাকুরীজীবির চেয়ারে বসি, জ্ঞান পিপাসুর কলম ধরি দিন রাত আমি চষিয়ে ঘুরি। আমিই
সেদিন দেখিনু পথের ধারে একটি শিশু ধুলার মাঝে আছে পড়ে। জানিনা খায়নি কদিন শীর্ণ তার দেহ; পৃথিবীতে শিশুটির কি নাই কেহ? হয়ত এমন হাজারো শিশু; আছে আমাদের দেশে