ঐতিহাসিক কান্তজীউ মন্দির। Historical Kantajew Temple । দিনাজপুর । Dinajpur
|দিনাজপুুর শহর হতে প্রায় ২২ কিলোমিটার উত্তরে ঢেপা নদীর পশ্চিম তীরে কান্তজীউ/কান্তনগর মন্দির অবস্থিত। মন্দিরটি পোড়া মাটির চিত্রফলক সম্বলিত অতুলনীয় প্রত্নতাত্তিক নিদর্শন। এ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন দিনাজপুরের বিখ্যাত জমিদার মহারাজা প্রাণনাথ রায়। তিনি এ মন্দিরটি নির্মানাধীন রেখেই মৃত্যুবরণ করেন। পরে তাঁর পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় এ মন্দিরের কাজ সমাপ্ত করেন। ১৭৫২ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। তিনতলা বিশিষ্ট এবং বর্গাকৃতিতে নির্মিত মন্দিরটির প্রত্যেক দিকের দৈর্ঘ্য ৫২ফুট এবং উচ্চতা ৭০ফুট। ১৮৯৭ সালের ভূমিকম্পে মন্দিরটি ভিষণভাবে ক্ষতিগ্রস্থ হয়। সেই ভূমিকম্পে মন্দিরের সুদৃশ্য ৯টি চূড়া ভেঙে যায়। মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও বিভিন্ন পুরানের কাহিনী তুলে ধরা হয়েছে। বলা হয়ে থাকে মন্দিরে প্রায় ১৫,০০০ হাজার পোড়া মাটির ফলক রয়েছে। এখানে আগত দর্শনার্থী এবং পূজারীদের জন্য রয়েছে অতিথিশালা। নিয়মিত এখনো এখানে পূজা হয়। কার্তিক মাসের চাঁদের পূর্ণিমা মেলা বসে এখানে। মেলা চলে একমাস ধরে।