জাপানি লিখন পদ্বতির (হিরাগানা/কাতাকানা/কাঞ্জি)পরিচিতি।

জাপানি লিখন পদ্বতির (হিরাগানা/কাতাকানা/কাঞ্জি)পরিচিতি।

শুভ সকাল। কেমন আছেন সবাই। আসা করি ভালো আছেন। আজ আমরা জাপানি ভাষার লিখন পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব। জাপানি ভাষায় হিরাগানা, কাতাকানা ও কানজি এই তিন ধরণের লিখন পদ্ধতি ব্যবহৃত হয়। তাছাড়া ইংরেজি ব্যাবহার করে লিখন পদ্ধতি কে রোমাজি বলে।

১,হিরাগানা)ひらがな); হিরাগানা হচ্ছে জাপানি লিখন পদ্ধতির প্রাথমিক লিপি । হিরাগানা লিপিটি মূলত জাপানি শব্দ লিখতে এবং ব্যাকরণগত উপাদানের জন্য কাঞ্জির সঙ্গে ব্যবহারিত। কাঞ্জির সঙ্গে ব্যবহারিত হিরাগানা কে অকুরিগানা বলা হয়।

প্রথম যখন হিরাগানা বিকশিত হয়েছিল তখন সবাই হিরাগানা ব্যাবহার করত না। কারন হিসেবে জানা গেছে যে, তখনকার শিক্ষিত পুরুষ গন কাঞ্জি ব্যাবহার করতে পছন্দ করত। তাই জাপানি ভাষাতে কাঞ্জি কে ওতোকোদে (男手) “পুরুষদের লেখা” বলা হত, পরে কাঞ্জি থেকে হিরাগানা লিপির প্রকাশ ঘটে যাকে সৌশো বলা হত। তৎকালীন জাপানে মহিলারা সাধারণভাবে পুরুষদের মত শিক্ষার গ্রহণের অনুমতিও পেত না, তাই মহিলাদের মধ্যে নিজের ব্যক্তিগত যোগাযোগ ও সাহিত্য লেখার জন্যে ব্যবহৃত হয়। এই কারনে হিরাগানা কে ওন্-নাদে (女手) “মহিলাদের লেখা” বলা হয়।
উদাহরনঃ あ、い、う、え、お

২, কাতাকানা )カタカナ); জাপানি ভাষাতে কাতাকানা লিপিটি বিদেশী শব্দ (চীনা শব্দ বাদে) ও অনুকারশব্দ লিখতে ব্যবহার হয়, এবং কখনো কখনো জোর দেওয়া জন্য কাঞ্জি বা হিরাগানাকেও প্রতিস্থাপন করে। ইতিহাসে কাতাকানার অক্ষরগুলি পুরুষালী হিসেবে গণ্য করা হত।
উদাহরনঃ ア、イ、ウ、エ、オ

৩. কাঞ্জি (漢字); কাঞ্জি বা ছবি অক্ষর লিপি চীন দেশ থেকে জাপানে নিয়ে আসা হয়। প্রায় ৬০,০০০ কাঞ্জি ছিল। তার পর অনেক পরীক্ষা নিরীক্ষা করে টা ২০,০০০ এ নিয়ে আসা হয়। বর্তমানে প্রায় ২০০০ এর মত কাঞ্জি জাপানের সমস্ত কাজে ব্যাবহার করা হয়।
উদাহরনঃ 私(わたし)(watashi) – আমি।

কানা সারনি ১; প্রকরণ গ্রন্থাবলী (গোজুউ-ওন্)
সঠিক ভাবে জাপানিজ বর্ণমালা শিক্ষাগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বর্ণমালা না শিখলে আপনি জাপানিজ শব্দ সঠিক ভাবে বলতে এবং লিখতে পারবেন না। যখন আপনি একটি বর্ণ উচ্চারন করতে পারবেন, তখন একটি শব্দ উচ্চারন করা আপনার জন্য কঠিন মনে হবে না।
নিচের সারনিতে জাপানিজ বর্ণমালার প্রকরণ গ্রন্থাবলী (গোজুউ-ওন মোট ৪৬ টি) এর বাংলা ও ইংরেজিতে উচ্চারন এবং উদাহরণ শব্দ দেয়া হল।

H  K R B P
あ ア a আ Ami
い イ i ই Ink
う ウ u উ Tool
え エ e এ elephant
お オ o ও Omega
か カ ka কা kabab
き キ ki কি Kiss
く ク ku কু comilla
け ケ ke কে Kept
こ コ ko কো Korea
さ サ sa সা Sani
し シ shi শি Ship
す ス su সু Sumatra
せ セ se সে Senegal
そ ソ so সো Somalia
た タ ta তা tamago
ち チ chi চি Chin
つ ツ tsu সুৎ tsunami
て テ te তে tegami
と ト to তো Toshiba
な ナ na না namae
に ニ ni নি Knit
ぬ ヌ nu নু nanu
ね ネ ne নে nest
の ノ no নো Norway
は ハ ha হা halal
ひ ヒ hi হি history
ふ フ fu ফু Fuji
へ ヘ he হে help
ほ ホ ho হো home
ま マ ma মা mama
み ミ mi মি ministry
む ム mu মু Mubarak
め メ me মে melody
も モ mo মো Mobile
や ヤ ya ইয়া yard
ゆ ユ yu ইয়ু you
よ ヨ yo ইয়ো yoga
ら ラ ra রা rana
り リ ri রি ring
る ル ru রু ruby
れ レ re রে rest
ろ ロ ro রো romana
わ ワ wa ওয়া Wash
を ヲ wo ও wolf
ん ン n ন ton

H-hiragana
K-katakana
R-romaji
B-bangla
P-pronunciation example

যে কোন প্রশ্নের জন্য আমাদের ইমেইল করতে পারেন। যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করব।

email: [email protected]
ধন্যবাদ।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *