একুশের চেতনায় আজ আমরা স্বাধীন। একুশের চেতনা বুকে লালন করেই বীর বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিলো। স্বাধীন, সার্বভৌম, শান্তিময় যে দেশে আমরা স্বস্তির নিশ্বাস নিচ্ছি তা একুশেরই দান। আত্মত্যাগের মাধ্যমে যে ভাষা শহীদরা আমাদের ঘুম ভাঙিয়েছে তা চেতনার প্রথম রোপিত বীজ। সেই চেতনায় আলোর সন্ধানে নওগাঁ উদ্যোগে ২০ ফেব্রুয়ারি আলোর সন্ধানে নওগাঁ, বদলগাছী, সাপাহার, চকউলী, বলিহার, জাহাঙ্গীরপুর, নিয়ামতপুর, রানীনগর, সান্তাহার, বাগমারা সহ প্রায় ২০টি শাখায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই নওগাঁর ছাত্র সংগঠন আলোর সন্ধানের এই আয়োজন। আলোর সন্ধানের সকল শাখার সদস্য নিজস্ব কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার পাশের সাথে সাথে উপজেলা শহীদ মিনার পরিচ্ছন্নতায়ও অংশগ্রহন করে। দিনব্যাপী বিভিন্ন শাখায় চলমান এই আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।