“আলোর পরশে জেগে উঠুক প্রাণ, কেটে যাক অন্ধকার”-হাসমত আরা সমাপ্তি

বর্তমান পরিস্থিতিতে যথন মানবিকতার বিপর্জয় ঘটছে তখন ছোটবেলা থেকেই শুনে আসা বিখ্যাত গান- মানুষ মানুষের জন্য.. জীবন জীবনের জন্য..। কানে-মনে জেগে ওঠে, ঢেউয়ের মতো উথলে ওঠে। ঠিক তখনই একাদিন পত্রিকায় দেখতে পাই “পথশিশুদের ফল উৎসব”। তখনই মনটা ভালোলাগায় ভরে ওঠে। জানতে পারি ‘শুভ শক্তির জয় হোক’ এই শ্লোগানকে সামনে রেখে আলোর সন্ধানের একঝাঁক তরুণ-তরুণী নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে। যাদের শুরুই হয়েছিল কাফনের কাপড় কিনে দেয়ার মাধ্যমে। আলোর সন্ধানে কখনও রক্ত দিয়ে জীবন বাঁচায়, কখনো দারিদ্রের শিক্ষার ভার গ্রহন করে। শিক্ষার আলোর জন্য শিক্ষা উপকরণ বিতরণ করে । মনটা উষ্ণতায় ভরে ওঠে যখন দেখি শীতের প্রকোপে আলোর সন্ধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে। আনন্দ অশ্রু আসে যখন দেখি ঈদের আনন্দে গরীব দুস্থদের মাঝে তাঁরা সেমাই চিনি বিতরণ করে। এভাবে আমরা গরীব দুস্থদের মাঝে সহানুভূতির হাত বাড়িয়ে দিই, সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে পারি, ভাল মানসিকতা জাগ্রত করতে পারি, তাহলে মানসিক বিপর্জয় রোধ করে গড়ে তুলতে পারি সুন্দর সমাজ, সুন্দর দেশ।

আলোর সন্ধানে’ সামাজিক সচেতনতাবৃদ্ধিমূলক প্রতিষ্ঠান যা কাজ করে যাচ্ছে ঐকান্তিক ও নিঃস্বার্থ ভাবে। তাই আলোর সন্ধানের প্রতিষ্ঠাতাসহ আলোর সন্ধানের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিবাদন। আলোর সন্ধানের হাত আরও প্রসারিত হোক। আলোর পরশে জেগে উঠুক প্রাণ কেটে যাক অন্ধকার। ভাল মানসিকতা উত্থান হোক এগিয়ে যাক আলোর সন্ধানে। চুড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাক আলোর সন্ধানে, শুভকামনা রইল।

“শুভ শক্তির জয় হোক”

হাসমত আরা সমাপ্তি

সহকারী শিক্ষক

মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়

বদলগাছী, নওগাঁ।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *