“এরাই জাতির বিবেক পরিশুদ্ধির নিরলস সেবি।” – ড. ফাল্গুনী রানী চক্রবর্ত্তী

শুভ শক্তির জয় হোক” – এই দীক্ষায় দিক্ষিত একদল উজ্জীবিত তরুণ-তরুণী এগিয়ে যাচ্ছে সম্পূর্ণ নিঃস্বার্থ সেবায়। অপসংস্কৃতির দূষণে যখন আমাদের মন মানসিকতা বিষাক্ত হয়ে উঠছে, তখন এমন এক আলোর ঝলকানিতে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চিরন্তন আঙিনা। যেখানে মনুষ্যত্বের বীজ থেকে সেবার ফল ফলছে এবং মানুষ পরিতৃপ্তির শ্বাস ফেলে বাঁচবার স্বপ্ন দেখছে। এরাই জাতির বিবেক পরিশুদ্ধির নিরলস সেবি। আমরা চাই, আলোর সন্ধানে এগিয়ে যাওয়া দলকে সঠিক পথ দেখিয়ে সহযোগিতা করতে। অফুরন্ত প্রাণশক্তির ধারক ও বাহক এই গোষ্ঠীর সততা, দৃঢ়তা, প্রত্যয়, সেবার মানসিকতা, স্বার্থহীন শ্রম দেয়া দেশ ও জাতিপ্রীতির উজ্জ্বলতম নিদর্শন।

প্রকৃত মানুষ হয়ে উঠতে এবং গড়তে এদের সাথে হাত বাড়িয়ে আছি আমরা প্রত্যেকে। এ যেন আমাদের একরকম অহংকার। “ শান্তির বাস হবে” আমার স্বদেশ, যদি এমন করে জনসেবামূলক চেতনায় এগিয়ে যেতে পারি আমরা মিলিতভাবে সবাই। আমি বিশ্বাস করি, শুভচিন্তার জন্যে শ্রষ্টা আমাদের পুরস্কৃত করেন। আমরাই পারি…এই প্রত্যয়ে অনেকগুলো শুভচিন্তার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে “ আলোর সন্ধানে”। আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে আছি ও থাকবো। আমার ইচ্ছাশক্তি দিয়ে আমি যদি এতটুকুও মঙ্গল করতে পারি দেশ ও মানুষের, তবে আমার জন্ম সার্থক হবে।

আলোর সন্ধানে” একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। এদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণ ইতিবাচক এবং প্রেরণাদায়ক। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। এদের দ্বারাই সম্ভব সকল প্রতিকূলতাকে জয় করে জাতি গঠনে ভূমিকা রাখা। আমরা একজন যদি একজনের পাশে দাঁড়াই, তবে প্রত্যেকেই থাকি প্রত্যেকের পাশে। তবেই কাঙ্খিত বাংলাদেশ পাবো। পাবো স্বাধীনতার স্বাদ।

ড. ফাল্গুনী রানী চক্রবর্ত্তী

বিভাগীয় প্রধান

বাংলা বিভাগ

বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়, বদলগাছী, নওগাঁ।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *