সুরের ফেরিওয়ালা মো. গফুর কাজী..
|সুরের ফেরিওয়ালা…।
মো. গফুর কাজী। গ্রামে সবাই বাঁশিওয়ালা বলেই চেনে। বাঁশ কিনে বাঁশি তৈরী করে তা বেঁচেই তাঁর সংসার চলে। নওগাঁ জেলার বদলগাছী উপজেলাধীন দাউদপুর গ্রামের এই বাসিন্দা বাঁশি বাজাতে সুদক্ষ।বাঁশি বিক্রি করে সংসারের সকল সদস্যদের চাহিদা মেটান গফুর কাজী। মাঘ মাসে চট্রগ্রাম থেকে বাঁশ সংগ্রহ করে সারা বছর তাই দিয়ে বাঁশি তৈরী করেন তিনি।
হাট-বাজার, মেলা সহ বিভিন্ন উৎসবে বাঁশি বিক্রি করেন গফুর কাজী। বিটিভি থেকে একবার ডাক পেয়েছিলেন তিনি কিন্তু অর্থাভাবে যেতে পারেন নি ঢাকায়।তাঁর সাথে আমি কথা বলি বদলগাছী উপজেলার বদলগাছী মডেল পাইলট হাইস্কুল মাঠে। সেদিন হাটের দিন হওয়ায় তিনি এসেছিলেন বাঁশি বিক্রি করতে।আমি দূর থেকে বাঁশির সূরে বিমোহিত হয়ে কাছে এগিয়ে যাই। ধারণ করি ভিডিও চিত্র যা তুলে ধরার চেষ্টা করলাম।আমি চাই এমন প্রতিভা গুলো তুলে ধরুক মিডিয়া। এ ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে যাঁরা তাঁদের মানুষ সম্মান কুরুক।
শুভ শক্তির জয় হোক 🙂
-লেখক
মো. আরমান হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক
আলোর সন্ধানে