মা
|মধ্যবিত্ত আটপৌড়ে সংসারে মা’য়েদের আলাদা বিশেষ পরিচয় থাকে না, থাকে না গুছিয়ে বলার মতো কোনো গল্প।সকালের নাস্তা, দুপুরের ভাত, সন্ধ্যায় সন্তানের বাড়ি ফেরা নিয়ে উৎকন্ঠা, রাতের খাবার কম পড়ে গেলে, মায়ের মিথ্যে বলায় মিশে থাকা আমাদের ভালোবাসা।জ্বরের শরীরে ভেজা গামছায় ভালোবাসায় ছড়িয়ে যায় সমস্ত ভালোবাসা।তাই যে আমাকে গর্ভে ধারণ করেছে তাকে “মা, তোমাকে খুব ভালোবাসি” কথাটা বলা হয়নি কোনদিন।আজ বিশ্ব “মা” দিবস, ঠিক আছে তবে আমাদের মতো দেশগুলোতে “মা” দিবসের কোনো প্রয়োজনীয়তা যেনো কখনো সৃষ্টি না হয়। মায়েরা বেঁচে থাকুক সন্তানদের বুকে, সন্তানদের ভালোবাসার শত সহস্র গুণ প্রতিদানে।
কার্তিক সাহা
মিরপুর, ঢাকা।