প্রবাসী বাঙালীদের প্রতি….
|মাঝে মাঝে কিছু প্রবাসী বাঙালীর সাথে আমার কথা হয়। গতকালও আবর থেকে একজন ফোন করেছিলেন কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় কথা বলা সম্ভব হয়নি।
সপ্তাখানেক হবে একজন বড়োভাই আমাকে মালদ্বীপ থেকে ফোন করেছিলেন। প্রসঙ্গ আলোর সন্ধানে’র ভালোকাজ। সত্যি মনটা আনন্দে ভরে যায় যখন প্রবাসীদের কাছে আমাদের কাজের কথা শুনি।
কথা প্রসঙ্গে বড়োভাইটি বলছিলেন ভাই বিদেশ থেকে নিজের দেশের, নিজের এলাকার উন্নয়নে কাজ হচ্ছে দেখলে মনটা ভরে যায়। এ আনন্দ যে কতটা তা বলে বোঝানো সম্ভব নয়।
তিনি বলছিলেন, ভাই আমরা তো বেশি শিক্ষিত না তাই বিদেশ বিভূয়ে পরে আছি। আমাদের দিয়ে দেশের কিছুই হবে না। কথাটা অনেক আবেগি ছিলো। আমি বললাম, নিজেকে এভাবে ভাবছেন ক্যানো! আপনি মনে করছেন আপনি দেশের জন্য কিছু করছেন না! আপনিও করছেন। আপনি ভাবছেন যা করার সংসারের জন্য করছেন। আসলে ঠিক তা নয়। আমি যা নিজের জন্য করছেন তাতে দেশও উপকৃত হচ্ছে।
আপনার পাঠানো রেমিটেন্স দিয়ে দেশ উপকৃত হচ্ছে। আমরাও তো তাই করছি সেবামূলক কাজ করে ছেলে-মেয়েদেরকে সুদক্ষ নাগরিক বানাতে চেষ্টা করছি। যাতে করে এই দক্ষ প্রগতিশীল যুবরা এগিয়ে যায়।
এক প্রবাসীর কাছে শুনছিলাম তাদের কষ্টের কথা, ভাই সকালবেলা কাজে যাই ফিরি খুব রাতে। খাবার খাই পলিথিনের ব্যাগে করে। জীবন আর জীবন নাই রে ভাই।
এত কষ্ট করে সে মানুষগুলো কাজ করে যাচ্ছে তাঁদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো। আপনারা প্রবাসী যোদ্ধা, আপনাদের অর্থে দেশ এগিয়ে যাচ্ছে। আপনি আপনার নিজের জন্য করলেই দেশ সমৃদ্ধ হবে। জয়তু প্রবাসী বাঙালী।
মো. আরমান হোসেন
প্রতিষ্ঠাতা
আলোর সন্ধানে
[email protected]