বয়সন্ধি বিয়য়ক রচনা প্রতিযোগিতা

বয়ঃসন্ধিকালের উন্নতিতে মনোসামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা এটার অন্তর্ভুক্ত নয়। বয়ঃসন্ধিকাল হচ্ছে শৈশব ও সাবালকত্বের মধ্যবর্তী একটি মানসিক ও সামাজিক ক্রান্তিকাল। আমরা চাই সকল কিশোর-কিশোরী উঠতি বয়সী সবাই বয়সন্ধি সম্পর্কে সংকোচহীন ভাবে এগিয়ে যায়। সেলক্ষ্যেই আলোর সন্ধানে #বয়সন্ধি বিষয়ক #রচনা_প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৩-২৫ বছর বয়সীরা লিখে পাঠাও বয়সন্ধি বিষয়ক লেখা জিতে নাও পুরস্কার। রচনা পাঠাতে হবে কমপক্ষে ৩০০-৪০০ শ‌ব্দের  ম‌ধ্যে । ১৫ নভেম্বর রাত ১২টার মধ্যে লেখা পাঠাতে হবে আলোর সন্ধানে’র ইমেইল অ্যাড্রেসে ([email protected]) ।  প্রতিযোগিদের মধ্যে থেকে তিনজনকে (১ম,২য়, ৩য়) পুরস্কৃত করা হবে। তাই দেরি না করে লিখে পাঠান #বয়সন্ধি বিষয়ক আপনার লিখা আর জিতে নিন পুরস্কার। নির্বাচিত লেখা আলোর সন্ধানে’র ওয়েব সাইটে (alor-sondhane.org) প্রকাশ করা হবে।

-আলোর সন্ধানে

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *