আলোকিত মানুষ মতিয়ার রহমান চৌধুরী

সবার জন্য শিক্ষা। নিজে শিক্ষিত হওয়ার পাশাপাশি অপরের জন্য শিক্ষার সুযোগ করে দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। ঠিক এমন সুন্দর মানসিকতার মানুষের সংখ্যা এ জগতে বেশি নয়। তাঁরা নিজ কার্যের মাধ্যমে সবার মাঝে বুকে লালিত শিক্ষা ছড়িয়ে দেবার উদ্দেশ্য বাস্তবায়িত করেছেন পরম আন্তরিকতায়। তাঁদের মতো কীর্তিমান মানুষেরা আছেন বলেই হয়তো শিক্ষার আলোক প্রদীপের আলোকে আলোকিত হচ্ছে সবার ঘর।

আজ যে মানুষটির কথা আপনাদের কাছে উপস্থাপন করবো তিনি নিজেকে খুবই সাধারণ মানুষ বলে পরিচয় দিতেই সাচ্ছন্দবোধ করেন। তাঁর নেই কোনো আত্বহংকার ও বিদ্বেষ। অকপটে সব কথা বলতেই ভালো বাসেন তিনি। ১৯৭০ সাল একজন আত্বনিবেদিত সমাজসেবী মানুষের উদ্যোগে এবং কিছু মহৎপ্রাণ মানুষের প্রচেষ্টায় শিক্ষার প্রসারে নওগাঁর বদলগাছী সরকারি কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণে সে আশায় বালি পড়ে। দেশ স্বাধীন হলো আবার একত্রিত হলো সবাই। সকল স্তরের মানুষেরা কলেজ প্রতিষ্ঠায় অংশ নেয়, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সৎ ইচ্ছায় প্রথমে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে টিনের বেড়া দিয়ে নির্মিত ঘরে ক্লাসের কার্যক্রম শুরু হয়।

কেউ জমি দান করলো কেউ মেধা, কেউ কায়িক শ্রম; সবার চাওয়া ছিল কলেজটা প্রতিষ্ঠিত হোক। ১৯৮৭ সাল দেশের পরিচালনায় তখন হুসাইন মুহাম্মদ এরশাদ; যখন কলেজ সরকারি করন করা হয়। কলেজ প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের পড়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্বও পালন করেন তিনি। ১৯৯৫ সালে তিনি অবসর গ্রহন করেন। শুধু বদলগাছী সরকারি কলেজই নয়, বদলগাছী মহিলা কলেজ(১৯৯৫) এবং কোলা আদর্শ কলেজ(১৯৯৫), বিরামপুর কলেজ, জিলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভয়ালপুর প্রাথমিক বিদ্যালয়, তেজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদলগাছী হাসপাতাল, বদলগাছী পোষ্ট অফিস  এর প্রতিষ্ঠায় উদ্দোক্তাও তিনি।

সেই সাথে বদলগাছী লাবণ্যপ্রভা বালিকা উচ্চবিদ্যালয়ে সাথে তাঁর প্রচেষ্টায় যুক্তহয় প্রাইমারী লেভেল। এছাড়াও বদলগাছীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিত্বও করেছেন দীর্ঘদিন। শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ব্যতিত অপূর্ণতা থেকে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলায় মাস্ট্রাস করা এই গুণি মানুষটি গরীবদের পাশে সারাজীবন থাকার ব্রত নিয়ে এখনো এগিয়ে চলছেন সমাজের বিভিন্ন সেবামূলক কাজে। ইচ্ছা শক্তি বড়ো কিছু বয়স নয় তার কর্মস্পৃহা আবারো তাই প্রমাণ করে। শিক্ষানুরাগী, জ্ঞানের আলোর দিশারী সমাজসেবী এ মানুষটির নাম মতিয়ার রহমান চৌধুরী।

ভিডিও দেখতে লেখার উপর ক্লিক করুন

গ্রন্থনা:

মো. আরমান হোসেন

প্রতিষ্ঠাতা পরিচালক

আলোর সন্ধানে

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *