নওগাঁর রানীনগরে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
|নওগাঁর রানীনগরে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আলোর সন্ধানে রানীনগর ও রানীনগর শের এ বাংলা ডিগ্রি কলেজ রোভার গ্রুপের আয়োজনে ২২ জুন বেলা ১১টায় রানীনগর শের এ বাংলা কলেজ প্রাঙ্গলে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রানীনগর শের এ বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি মোফাখ্খার হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণীজন ও সাংবাদিক জাহাঙ্গীর আলম, রানীনগর শের এ বাংলা ডিগ্রি কলেজের রোভার নেতা মো. জাহাঙ্গির আলম, বাংলা বিভাগের প্রভাষক জেসমিন আক্তার আলোর সন্ধানে’র সাবেক সহ-সভাপতি ও নওগাঁ জেলা রোভারের সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. সুলতান আহমেদ, নওগাঁ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ছিলো প্রধান লক্ষ্য। সেলক্ষ্যেই এই আয়োজন বলে জানান রোভার স্কাউট সদস্যরা। এ অনুষ্ঠানে পঞ্চাশেরও অধিক হত দরিদ্র মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, গুড়ো দুধ, মিসমিস সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রবাদি।
ঈদ সামগ্রী বিতরণ শেষে রানীনগর শের এ বাংলা ডিগ্রি কলেজ রোভার গ্রুপের রোভার নেতা ও নওগাঁ জেলা রোভারের প্রয়াত সহ-কমিশনার মো. আব্দুল জব্বার এর কবর জিয়ারত এবং দোয়া করা হয়।