ঈদে দুস্থদের মাঝে আলোর সন্ধানে’র সেমাই চিনি বিতরণ

দুস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ...পৃথিবীতে ধনবান মানুষ যেমন আছে তেমনি রয়েছে ছিন্নমূল অবহেলিত মানুষ। যাদের দুবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করতে হয় প্রতিক্ষণে। যাদের কোনো উৎসব নেই আছে বেঁচে থাকার জন্য অন্তহীন জ্বালাময় জীবন। “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ঈদ উপলক্ষে ১৪ জুলাই আলোর সন্ধানে নওগাঁর আয়োজনে সেমাই চিনি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বদলগাছী উপজেলাধীন দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ৫টায় অনুষ্ঠিত কার্যক্রমে প্রায় শতাধিক গরীব দুস্থদের মাঝে এই সেমাই চিনি বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি মো. আরমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন মো. আজাহার আলী, আবু হুরায়ড়া বাদশা, আব্দুল মাজেদ চৌধুরী, মো. রাহাত হোসেন, তারিকুল ইসলাম, ফাহিম ফয়সাল, মো. মজিবর রহমান, মো. সায়েদ সরদার, হুরুমত আলী মন্ডল, মো. লুৎফর রহমান, বদলগাছী প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক মো. হাফিজার রহমান, সাংবাদিক টি.এম আসাদুজ্জামান সহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি মো. আরমান হোসেন বলেন, “মানুষ সবাই সমান। আমরা সমতায় বিশ্বাসী। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। সবাই ভালো কাজে তাঁদের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করলেই গড়ে উঠবে সোনার সমাজ। আসুন আমরা বঞ্চিতদের দিকে সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ” সেমাই চিনি বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা প্রদান করে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় ও সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপের রোভার স্কাউট সদস্যরা।
নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সৃষ্টি এ ছাত্র সংগঠনটি রক্তদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শিশুদের সুন্দর আগামী নিশ্চিতকরণ সহ গরীব দুস্থদের পাশে বিগত দুবছরেরও অধিক সময় ধরে সহযোগিতা প্রদান করে আসছে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *