আদিবাসী শিক্ষার্থীদের আলোর সন্ধানে’র শিক্ষা উপকরণ বিতরণ
|নওগাঁর বদলগাছীতে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ছাত্র সংগঠন আলোর সন্ধানে নওগাঁ’র আয়োজনে ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় বদলগাছীস্থ জিলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আলোর সন্ধানের সভাপতি মো. আরমান হোসেন এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধ সরকারি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মো. মতিয়ার রহমান চৌধুরী, জিলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, স্কুল এসএমসি’র সভাপতি বিনয় কৃষ্ণ পাহান, সহকারী শিক্ষক জাহান আরা বেগম, সহকারী শিক্ষক ফারহানা পারভীন, সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান, বদলগাছী প্রেস ক্লাবের সম্পাদক মো. হাফিজার রহমান, সাংবাদিক মো. মশিউর রহমান সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।আলোর সন্ধানে নওগাঁ’র শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সম্পর্কে ছাত্র সংগঠনটির সভাপতি মো. আরমান হোসেন বলেন, “শিক্ষা সবার জন্য। সমাজের সকল স্তরে সুশিক্ষার আলো জ্বালাতে পারলেই সমাজ আলোকিত হবে, আমরা এগিয়ে যাবো। সবার জন্য শিক্ষা নিশ্চিত করাটা আমাদের সবার দায়িত্ব। আদিবাসীরা সমাজের প্রান্তিক পর্যায়ে থাকলেও তাদের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তাই আদিবাসী শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শিক্ষা উপকরণ বিতরণ “আলোর সন্ধানে নওগাঁ”-র একটি ক্ষুদ্র প্রয়াস।”