শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে আলোর সন্ধানে’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা
|নওগাঁর বদলগাছীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবা ও সচেতনতামূলক সংগঠন আলোর সন্ধানে’র আয়োজনে ০৬ই এপ্রিল বদলগাছী পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টা হতে এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বদলগাছী উপজেলাধীন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্লে-প্রথম শ্রেণী ক- বিভাগ, দ্বিতীয়-তৃতীয় শ্রেণী খ- বিভাগ, এবং চতুর্থ-পঞ্চম শ্রেণী গ- বিভাগ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় ক-বিভাগে মো. জোবায়ের, মাউন, মো. ওয়ালিউল আহমেদ রিফাত; খ- বিভাগে জান্নাত আরা ইমো, মো. সাঈদ হোসেন, পূর্ণিমা সিংহ; গ-বিভাগে মো. সাগর হোসেন, সাদিয়া আফরোজ, জিহাদ হোসেন পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেন।আলোর সন্ধানের সভাপতি মো. আরমান হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মতিয়ার রহমান চৌধুরী; অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু জয়দেব কুমার সরকার, গোলাম মেস্তফা, রাজ সিংহ, মমতাজ বেগম, আবু হুরাইড়া (বাদশা), খলিলুর রহমান, মিন্টু চন্দ্র, তোফাজ্জল হোসেন, আবু মাসুদ সহ বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের রোভার সদস্যরা।