চিকুনগুনিয়ার প্রতিরোধে প্রয়োজন সচেতনতা!
|পরিস্কার পরিচ্ছন্নতা সব সময়ই স্বাস্থ্যসম্মত। সুস্থ থাকার জন্যই পরিস্কার পরিচ্ছন্ন থাকা উচিত। বিভিন্ন ধর্মে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে আলোকপাত করার কারণ হলো সম্প্রতি চলমান চিকুনগুনিয়া! চিকুনগুনিয়ার কথা শোনার পর থেকে অনেক সচেতনতামূলক সংবাদ দেখেছি সোস্যাল মিডিয়াসহ দেশের বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও টিভি চ্যানেলে। কিন্তু কিছুতেই আমাদের সচেতন হওয়াটা হয়ে উঠছে না। প্রয়োজন দেশের প্রত্যেকটা পরিবারের সচেতনতা। এবং পরিবারের মাধ্যমে সমাজের সচেতনতা।
যে কাজের কথা বলতে চাইছি তা খু্বই ছোট্ট বিষয়। কিন্তু প্রকৃতপক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা থাকার অভ্যাস আপনাকে বেশিরভাগ রোগ থেকে মুক্তি দিতে পারে। তাই আপনার সচেতনতা প্রয়োজন সুস্থ থাকার জন্য।
এখন আসছি চিকুনগুনিয়ার প্রসঙ্গে। চিকুনগুনিয়া এখন এক আতঙ্কে নাম। কিন্তু এর প্রতিকার-প্রতিরোধ সম্ভব আলোচিত বিষয়ের মধ্যে। চিকুনগুনিয়া একটি ভাইরাসে এর কারণে হয়। এটি একটি মশাবাহিত ভাইরাস। এডিস মশা এর বাহক। এডিস এজেপ্টি এবং এডিস এলবোপিকটাস মশা এর বাহক। মানুষের দেহে এই দুই প্রকার মশার মাধ্যমেই এই ভাইরাস ছড়ায়। আরেকটা কথা আমরা অনেকেই জানি যে, এডিস মশা দিনের বেলায় কামড়ায়। এই রোগের বিরুদ্ধে কার্যকরী অনুমোদিত কোনো টিকা নেই। মশা নিয়ন্ত্রণ ও ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো, লম্বা হাতলযুক্ত জামা ও ট্রাউজার পরে থাকা, বাড়ির আশেপাশে পানি জমতে না দেয়া ইত্যাদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধ করতে হলে এডিস মশার প্রজনন বন্ধ করতে হবে। ধ্বংস করতে হবে এডিস মশার সকল প্রজনন উপযোগী পরিবেশ। সেজন্য-
* টবে, ড্রামে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।
* পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
* মশারির ব্যবহার এ রোগ প্রতিরোধ করতে পারে।
* দিনের বেলায় শিশুদের মশারির নিচে ঘুমাতে দেয়া এবং
* হাত পা ঢাকা জামাও পরানো যেতে পারে।
এছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসার সময় মশারি ব্যবহার করা যেতে পারে। সুতরাং চিকুনগুনিয়া জ্বর প্রতিরোধ করতে হলে এডিস মশার প্রজনম প্রতিরোধ করতে হবে। জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। প্রতিমাসে ২ থেকে ৩ বার জমে থাকা পানি, ড্রেন ইত্যাদি পরিষ্কার করা প্রয়োজন। অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন, জনসচেতনতা তৈরি করুন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, মেডিকেল জার্নাল
সম্পাদনা:
মো. আরমান হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক
আলোর সন্ধানে
Email: [email protected]
Website: alor-sondhane.org