বদলগাছীতে মহান স্বাধীনতা দিবসে আলোর সন্ধানের রক্তদান কর্মসূচি

নওগাঁর সমাজসেবামূলক ছাত্র সংগঠন আলোর সন্ধানে নওগাঁর আয়োজনে নওগাঁস্থ বদলগাছী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর রক্তদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়। রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. ছলিম উদ্দিন তরফদার, উপজেলা নির্বাহী অফিসার মো. হুসাইন শওকত, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রক্তদান কর্মসূচীতে বদলগাছীর ৩২জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান কার্যক্রম আয়োজনে সহযোগি হিসেবে কাজ করে বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপ, বিদ্যাসাগর ইন্সটিটিউট, বদলগাছী, নওগাঁ।

রক্তদান কার্যক্রম সম্পর্কে আলোর সন্ধানে নওগাঁর প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন জানান, “রক্তদান আলোর সন্ধানে’ নওগাঁ’ র নিয়মিত কার্যক্রম। রক্তদান বড় ও মহৎ দান। রক্তদান শরীরের জন্য অত্যন্ত উপকারী। রক্তদানের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আলোর সন্ধানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান কার্যক্রম এর আয়োজন করে।”

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *