রক্তদান নিয়ে কিছুৃ কথা…
|রক্তদান নিঃসন্দেহে একটি মহৎ দান। এর চেয়ে বড়ো কোন দান নেই বা হতেও পারে না। আমার যেটা ইদানিংকালের অবস্থা দেখে মনে হচ্ছে বিষয়টি এখন অতিশয় বিড়ম্বনার একটি অবস্থায় রয়েছে। কেননা প্রতিনিয়ত আমরা যারা রক্ত সংগ্রহ করে দেয়ার চেষ্টা করি তাঁরা বিড়ম্বনার শিকার হচ্ছি।কিছু কিছু মানুষ তো গভীর রাতে ফোন করে বলেন ভাই এই গ্রুপের রক্ত হবে আপনার কাছে!! এখন আমরা তো আর রক্ত কাছে নিয়ে থাকি না। এখন যতো গভীর রাতেই বলেন চেষ্টা করি আমরা রক্ত সংগ্রহের জন্য। কিন্তু দু-এক মিনিট পরে ফোন দিয়ে যদি বলেন ভাই রক্ত পাওয়া গেলো! তাহলে কিভাবে হবে বলুন। আপনার যখন রক্ত তখন আমরা আমাদের বন্ধুদের ফোন করে তাদের রক্ত দিতে উদ্বুদ্ধ করি ।
আমাদের কাছে কেউ রক্ত চাইলে আমি যেটা করি সেটা হলো তাদের বলি নিজেদের মধ্যে মানে আত্মীয় স্বজনদের মধ্যে খোঁজ করুন তাঁদের কাছ থেকে সহযোগিতা নিন। তার মানে এই নয় তাদের জন্য রক্তের সন্ধান করি না। আমরা চেষ্টা করি যথাসাধ্য।এখন ব্লাড ব্যাংকে কোন রক্ত সংগ্রহে থাকে না বললেই চলে। কেননা কেউ রক্ত দেয় না তো নিয়ম করে। আচ্ছা আমরা যদি এইটা ভাবি যে অন্তত নিয়ম করে আমি একটা করে ব্যাগ রক্ত দেবো। তাহলে ভাবতে পারবেন না রক্ত খোঁজার জন্য কাউকে পথে নামতে হবে না।
বাংলাদেশের সচেতন যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি নিয়মিত রক্তদান করেন তাহলে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়েই শেষ হবে না।আর নিজের স্বজনদের রক্তের গ্রুপটা জানা জরুরী। আমার কাছের মানুষগুলোর রক্তের গ্রুপটা জানা থাকলে তার বিপদে যেমন আপনি পাশে দাঁড়াতে পারবেন তেমনি আপনার বিপদে সে।সুবিধার জন্য আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে নামের পাশে রক্তের গ্রুপটি লিখে নম্বর সেভ করতে পারেন। এক অন্যের সহযোগিতা করতেই হবে না হলে পৃথিবী কোনভাবেই সুন্দর হবে না। এগিয়ে যাওয়ার জন্য এক অন্যের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাঁড়ান।
নিয়মিত রক্তদান করুন নিজের ভেতরের সাহসী মানুষটাকে জাগিয়ে তুলুন।
মো. আরমান হোসেন
প্রতিষ্ঠাতা
আলোর সন্ধানে