জন্মদিন

জন্মদিন। আমার জন্য জন্মদিন প্রতিটি দিনই। ঘুম থেকে উঠা প্রতিটা দিনই জন্মদিন। কেননা আমি জানি না আজ ঘুমিয়ে কাল ঘুম থেকে উঠতে পারবো কিনা? তাই আমার মনে হয় প্রতিটা দিনই নতুন রুপে আমাদের জন্মদিন। জীবনের প্রতিটা দিনের জেগে ওঠাই আমার নতুন জীবন প্রাপ্তি। জেগে উঠা মানে কাজ করতে পারার নতুন সুযোগ। কাজ করতে আমার ভালো লাগে। মানবিক কাজ, মানবতার কাজ, ভালোলাগার কাজ করতে ভালোবাসি।

২০ নভেম্বর আমার জন্মদিন। খুব ভোরে আমার জন্ম হয়। মায়ের কাছে শুনেছি আমি দেখতে কালো কুচকুচে ছিলাম আর বেশ নদনদে স্বাস্থ্য ছিলো আমার। ছোটবেলা থেকে নিম্ন মধ্যবিত্ত ঘরেই বেড়ে উঠা, কখনো বিলাসীতা আমাদের স্পর্শ করেনি এখনো ওটা পছন্দের নয়। কখনো জন্মদিন পালন বা উদযাপন করি নি। হয়তো বলবেন না পেয়ে আঙুর ফল টক টাইপের ব্যাপার হয়ে গেলো কিনা? আপনি যাই ভাবুন সৃষ্টিকর্তা হয়তো এমনটাই চেয়েছেন। যেদিন পৃথিবীতে এসেছিলাম। তারপর থেকেই জীবনের প্রত্যেকটা জন্মদিন কেটেছে বিভিন্ন ব্যস্ততায়। কোনবার জন্মদিনের আগে মনে হয় নি জন্মদিনের কথা। জন্মদিনের পরের দিন হয়তো মনে হয় জন্মদিনের কথা। এবারও এমনটাই হবার কথা ছিলো! আমার ভাবনা জুড়ে জন্মদিন সম্পর্কে যেমন ভাবনা দীর্ঘদিন ধরে চলে এসেছে তা হলো জন্মদিন মানে প্রতিদিনের মতো একটা কর্মব্যস্ত দিন।

২০ নভেম্বর ২০১৬ আলোর সন্ধানে’র সাংগঠনিক সভাতে বদলগাছীতে যাই। আলোর সন্ধানে আয়োজনে আমরা পাঁচটি উপজেলাতে শীতবস্ত্র বিতরণের জন্য কাজ করছি। চলছে শীতবস্ত্র ও অর্থ সংগ্রহের কাজ। সকাল ১০টায় আলোর সন্ধানে’র সভা অনুষ্ঠিত হয় বদলগাছী সাধারণ গ্রন্থাগারে। স্বাভাবিকভাবেই সব চলছিলো। সভা শেষ হলো হঠাৎ আলোর সন্ধানে’র সকল সদস্যরা আমাকে চমকে দিয়ে কেক নিয়ে হাজির। আমি পুলকিত হয়েছি। আমি ভাবিনি এমনটা হবে। সবার প্রয়াস ও অংশগ্রহনে পালিত হলো প্রথমবারের আমার জন্মদিন। সবার আশীষ, উপহারের আমি আবেগ তাড়িত হয়েছি। অবাক হয়েছি আমার জন্য ওদের নুড্লস তৈরী করে আনাতে। আমার পছন্দটাও ওদের জানা এটা জেনে আমি আনন্দিত। ওদের ভেতরে ভেতরে এই আয়োজন সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম না।

ছোট ভাই Mahfuj Ahmed ইমেইল পাঠিয়ে জানিয়েছে-
“দিন শুভ কিংবা অশুভ যাই হোক না দিনের শুরু টা হবে ভাল কাজের মধ্য দিয়ে। ভাল কাজ করার একটা সুযোগ ও যেন হাত ছাড়া না হয় এই ব্রত নিয়েই এগিয়ে যাচ্ছে আলোর সন্ধানে আর এই শুভ চিন্তার সুচনা করেন আলোর সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন যিনি নিজেকে অতি সাধারণ মানুষ মনে করেন। যিনি তার সাধারণ কাজের মধ্য দিয়েই প্রমাণ করেছেন যে ভাল কাজ করার জন্য বড়ো বিত্তশালী মানুষ এর চেয়ে সাধারণ কিন্তু সুন্দর মানসিকতাসম্পন্ন মানুষ হওয়া বেশি জরুরি।

তুই না বলেছিলি মানুষ কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে নিতান্ত সত্যি কথাই বটে। মানুষ কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। কর্ম ভাল হলে দিনটি এমনিতেই শুভ হয়ে যায়, অতি মুল্যবান মানুষের সাথে বেড়ে যায় দিনটির মর্যাদাও। এই ভাল মানসিকতা ধরে রাখা খুব জরুরী। কিন্তু ভাল মানুষীর সুযোগ নিয়ে তোকে ব্যবহার করার মতো লোকেরও অভাব নেই। সহজ সরল মনের মানুষ হওয়া খারাপ নয় কিন্তু এতটাও….! So you have to be more careful my dear please take care of yourself.

২০ নভেম্বর দিনটি হয়তোবা খুব স্পেশাল নয় কিন্তু দিনটিকে অবশ্যই স্মরণীয়-বরনীয় ও উৎসবমুখর করে তোলা সম্ভব ভাল কাজের প্রবাহমানতা চালু রাখার মাধ্যমে। তাই আজ বিশেষ দিনে ভুলে যাও সব অতীত, মন থেকে মুছে ফেল সব দুঃখ-বেদনা,শুরু কর সবকিছু নতুন উদ্যমে সুন্দর ও সতর্কতার সাথে। আমাদের শুভ কামনা সবসময় তোমার সাথে আছে। শুভ জন্মদিন Bye! Best wishes from your mom, Masum & your family. 🙂 ”

সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় দেশ, বিদেশে অসংখ্য বন্ধুদের শুভেচ্ছা পাওয়া। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সবার শুভেচ্ছাই আমি সত্যিই আপ্লুত হয়েছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবতা মাঝেই মুক্তি, প্রত্যেকটা দিনকে জন্মদিনের মতো করে যাপন করুন। নিজের জুতো না থাকার কষ্টকে প্রাধান্য না দিয়ে দেখুন পথে চেয়ে পথের ওই মানুষটির পা-ই নেই। শুুভ শক্তির জয় হোক; ভালো মানসিকতার উত্থান হোক 🙂
ভালো থাকবেন সবাই এই কামনায় শেষ করছি।
মো. আরমান হোসেন

প্রতিষ্ঠাতা পরিচালক

আলোর সন্ধানে

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *