সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপের দীক্ষা অনুষ্ঠিত
|বগুড়ার সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপে দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপের উদ্যোগে ০২-০৪ জানুয়ারি তিন দিন ব্যাপি ৩য় বার্ষিক তাঁবুবাসের সমাপনী দিনে এই দীক্ষা অনুষ্ঠিত হয়।
তাঁবুবাসের রোভারিং এর বিভিন্ন কার্যক্রমের মধ্যে সকালের বিপি’র পিটি, তাঁবু কলা, প্রাথমিক প্রতিবিধান, পাইওনিয়ারিং, সমাজ সেবামূলক কার্যক্রম, হাইকিং ও তাঁবুজলসা অনুষ্ঠিত হয়।
সান্তাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার নেতা মো. ইমতিয়াজুল আলম, নওগাঁ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন আলোর সন্ধানে’র সম্পাদক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. আব্দুল মালেক, আলোর সন্ধানে মান্দা’র সভাপতি মেহেদী হাসান, আলোর সন্ধানে রানীনগরের সভাপতি মো. গোলাম রাব্বী মাঝি সহ রোভার ও আলোর সন্ধানে’র সদস্য বৃন্দ।
দীক্ষা অনুষ্ঠান শেষে রোভার গ্রুপের আয়োজনে ও সেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে সান্তাহারের সম্মিলিত প্রয়াসে ৫০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাঁবুবাসে ৩০জন রোভার সদস্য অংশগ্রহণ করে।