সাপাহারে আলোর সন্ধানে’র শীতবস্ত্র বিতরণ
|সাপাহারে আলোর সন্ধানে’র শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। আলোর সন্ধানে সাপাহারের আয়োজনে ও সাপাহার সরকারি কলেজ রোভার গ্রুপের সার্বিক সহযোহিতায় ২৯ ডিসেম্বর বেলা ১১টায় সাপাহার কলেজ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আলোর সন্ধানে সাপাহারের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আলতাফুল হক চৌধুরী (আরব) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আলম, আলোর সন্ধানে সাপাহারের উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক মো. মজিদুল আলম, আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন, আলোর সন্ধানে সাপাহারের সভাপতি বিপ্লব কুমার, আলোর সন্ধানে বদলগাছী’র সম্পাদক নিতেশ কুমার চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মো. রানা হামিদসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ৫০জন সুবিধাবঞ্চিত শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ পর্যন্ত অলাভজনক এই সংগঠনটি ৩০২জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আগামী ৩০ ডিসেম্বর আলোর সন্ধানে বাগমারা এবং জানুয়ারি প্রথম সপ্তাহে সান্তাহার ও মান্দাতে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহন করেছে। শীতবস্ত্র বিতরণ কাজে সংগঠনটি সবার সহযোগিতা কামনা করেছে।