আলোর সন্ধানে মান্দা’র শীতবস্ত্র বিতরণ
|আলোর সন্ধানে মান্দা’র শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ১৩ জানুয়ারি বিকেল ২টায় মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকউলী কলেজের রোভার নেতা মো. আঃ সামাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মাঝি, চেয়ারম্যান ১৪নং বিষ্ণুপুর ইউপি; মোছা. সেলিনা, সিরাজুল ইসলাম সাজু, আব্বাস খান, মামুনুর রশিদ, আলোর সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন, আলোর সন্ধানে’র সম্পাদক মো. সোহেল রানা, আলোর সন্ধানে’র প্রচার সম্পাদক বিদ্যুৎ হোসেন, আলোর সন্ধানে সান্তাহারের সভাপতি মো. আশিকুর রহমান, আলোর সন্ধানে সান্তাহারের সহ-সভাপতি মো. আশিক হোসেন, আলোর সন্ধানে সান্তাহারের সম্পাদক মো. জাহিদ হোসাইন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর সন্ধানে মান্দার সভাপতি এস. এম. মেহেদী হাসান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৬১ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। উল্লেখ্য যে, সংগঠনটি আলোর সন্ধানে’র শাখা সংগঠন হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্য সম্পাদন করলো। এই উপজেলার শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে সংগঠনটি এবছর নওগাঁর বদলগাছী, সাপাহার, মান্দা, রাজশাহীর বাগমারা, বগুড়ার সান্তাহারে সর্বমোট ৪৯১জন শীতার্তের পাশে দাঁড়িয়েছে।
Onak suvo kamona roilo ……………..