আলোর সন্ধানে বদলগাছী’র শীতবস্ত্র বিতরণ
|নওগাঁর বদলগাছীতে আলোর সন্ধানে বদলগাছী ও তুলসীগঙ্গা নন্দিনী নওগাঁ জেলা শাখার আয়োজনে ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় বদলগাছী উপজেলাধীন আধাইপুর ব্রাক্ষ্মণ পাড়াতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আলোর সন্ধানে’র উপদেষ্টা ড. ফাল্গুনী রানী চক্রবর্তী’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শতকত, আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর এস.এম ইউনুছার রহমান, মো. গোলাম মোস্তফা, মো. আনোয়ার হোসেন, পলাশ কুমার মুস্তফী, বদলগাছী প্রেস ক্লাবে সহ সভাপতি এমদাদুল হক দুলু, তুলসীগঙ্গা নন্দিনীর সাবেক সভাপতি মমতাজ বেগম, সমাজসেবক রজত কান্ত গোস্বামী, মো. আজাহার আলী, স্বপন হোসেন, আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা প্রদান করে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপ ও আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ৭০জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের সাথে স্বম্মিলিতভাবে ১২০ জন এবং সবার পাঠানো পুরাতন পরিস্কার ৫০ টি শীতের কাপড় মিলিয়ে ২৫০জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। আলোর সন্ধানে ডিসেম্বর-জানুয়ারি’র মধ্যে রাজশাহীর বাগমারা, নওগাঁর সাপাহার, মান্দা ও বগুড়ার সান্তাহারে শীতবস্ত্র বিতরণের প্রচেষ্টা চালাচ্ছে। সবার সহযোগিতা প্রয়োজন।
মো. আরমান হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক
আলোর সন্ধানে