আলোর সন্ধানে’র ৭(সাত) বর্ষপূর্তি…!

আলোর সন্ধানে সেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। আলোর সন্ধানে ২০১৩ সালে নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সৃষ্ট একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন।

সেবামূলক এই ছাত্র সংগঠনটির প্রথম সেবামূলক কাজ শুরু হয় একজন অভাবগ্রস্থ-দুস্থ মানুষকে কাফনের কাপড় কিনে দেয়ার মাধ্যমে। এগিয়ে যাওয়ার যান্ত্রিকতাময় পৃথিবীতে দুস্থদের দিকে তাঁকানোর সময় নেই। এ যান্ত্রিক যুগে বসবাস করেও সৃজনশীল মানসিকতা ও সুন্দরের সাথে থাকার প্রত্যয় নিয়ে দুস্থদের পাশে দাড়িয়েছে এ সংগঠনটি। রোবটিক পৃথিবীতে ভালোবাসার স্পর্শের প্রাকৃতিক সুখ প্রদানের জন্য অনবদ্যতায় এগিয়ে চলছে আলোর সন্ধানে।

সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে শুভ শক্তির স্বম্মিলিত প্রয়াসে এগিয়ে যাচ্ছে আলোর সন্ধানে। আলোর সন্ধানের সেবামূলক কাজের সাথে সাথে চলছে দলগত লেখাপড়ার কার্যক্রম। সকল সদস্যের নিয়মিত চাঁদায় প্রতিনিয়ত মেধাবী অভাবগ্রস্থ শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়। সুন্দর সমাজের প্রতিষ্ঠায় ভালো মানসিকতার উত্থানে “শুভ শক্তির জয় হোক” স্লোগানে এগিয়ে যাচ্ছে “আলোর সন্ধানে”।

সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর শৈশব প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, যুবদের কর্মসংস্থানে সহযোগিতা, দুস্থদের সহযোগিতা সহ যাবতীয় নানা সেবামূলক কাজে নিয়োজিত আলোর সন্ধানে।

সংগঠনটি নওগাঁ জেলার নওগাঁ সদর, বদলগাছী, সাপাহার, মান্দা, রানীনগর, মহাদেবপুর, আত্রাই, পত্নীতলা, সান্তাহার, বাগমারাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দলগতভাবে কাজ করছে। পরিকল্পনা রয়েছে নওগাঁ জেলার সকল উপজেলা সহ সারা দেশে আলোর সন্ধানে’র আলো ছড়িয়ে দেয়ার। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোর সন্ধানে’র কার্যক্রম শুরুর পরিকল্পনা চলছে। বর্তমানে আলোর সন্ধানে’র সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ৫০০জন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাথে রয়েছেন সুধী সমাজের প্রতিনিধিরা।

রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সুবিধা বঞ্চিত শিশুদের ফল উৎসব, চাকুরী বিষয়ক পত্রিকার স্ট্যান্ড, দুস্থদের মাঝে সেমাই চিনি বিরতণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধূলার উপকরণ সরবরাহ, ডিজিটাল শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন, উপস্থাপনা বিষয়ক কর্মশালা, অঞ্চল ভিত্তিক ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন, টিন বিতরণ, যুবদের কম্পিউটার প্রশিক্ষণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার খরচ বহন, প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার প্রদান, যুব দিবস উদযাপন, হাতধোয়া দিবস উদযাপন সহ নানাবিধ কাজ করে চলেছে।

সংগঠনটি শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের আর্থিক সহযোগিতায় এতদূর এগিয়ে এসেছে। সুহৃদজনের দেয়া সঞ্চিত সহযোগিতায় আগামী কার্যক্রমের এগিয়ে যেতে চায় “আলোর সন্ধানে”।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *