“আলোর সন্ধানে নওগাঁ” তিন বছর পেড়িয়ে ৪র্থ বছরে…
|২৫ মে আলোর সন্ধানে নওগাঁ’র ৩ বছর পূর্ণ হলো। ২৬ মে ৪র্থ বছরে পা দেবে আলোর সন্ধানে নওগাঁ। আলোর সন্ধানে ২০১৩ সালে নওগাঁ কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সৃষ্ট একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। আলোর সন্ধানে প্রথম কাজ শুরু করে পাঠচক্রের মাধ্যমে, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে একাডেমিক সর্বোচ্চ সাফল্য অর্জনই আলোর সন্ধানে’র প্রথম ও প্রধান লক্ষ্য ছিলো।
আলোর সন্ধানে নওগাঁ’র প্রথম সেবামূলক কাজ একজন অভাবগ্রস্থ-দুস্থ মানুষকে কাফনের কাপড় কিনে দেয়ার মাধ্যমে।
পাঠচক্রে এই কাফনের কাপড় কিনে দেওয়া মাধ্যমে সূচিত হয় ভালোর আলো ছড়ানোর কাজ। আত্মকেন্দ্রিক পৃথিবীতে দুস্থদের পাশে দাঁড়ানোর প্রগাঢ় ইচ্ছাই এগিয়ে চলেছে আলোর সন্ধানে।
আলোর সন্ধানে নওগাঁ’র দলগত লেখাপড়ার কার্যক্রম এর মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সৃজনশীল মানসিকতা ও সুন্দরের সাথে থাকার প্রত্যয় নিয়ে আলোর সন্ধানে সুন্দরের আলোর ছড়িয়ে দিতে চায় সারা দেশে।
আলোর সন্ধানে নওগাঁ’র সদস্যের নিয়মিত চাঁদায় প্রতিনিয়ত মেধাবী অভাবগ্রস্থ শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়।
সুন্দর সমাজের প্রতিষ্ঠায় ভালো মানসিকতার উত্থানে “শুভ শক্তির জয় হোক” স্লোগানে এগিয়ে যাচ্ছে “আলোর সন্ধানে নওগাঁ”।
সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর শৈশব প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, যুবদের কর্মসংস্থানে সহযোগিতা, দুস্থদের সহযোগিতা সহ যাবতীয় নানা সেবামূলক কাজে নিয়োজিত আলোর সন্ধানে।
সংগঠনটি নওগাঁ জেলার নওগাঁ সদর, বদলগাছী, সাপাহার, মান্দাসহ সান্তাহার, বাগমারা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ দলগতভাবে কাজ করছে।
পরিকল্পনা রয়েছে এ বছরের মধ্যেই জেলার সকল উপজেলায় আলোর সন্ধানের আলো ছড়িয়ে দেয়ার। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোর সন্ধানে’র কার্যক্রম শুরুর পরিকল্পনা চলছে।
বর্তমানে আলোর সন্ধানে’র সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ৫০০জন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাথে রয়েছে নওগাঁর সকল সুধী সমাজের প্রতিনিধিরা।
সংগঠনটি রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধা বঞ্চিত শিশুদের ফল উৎসব, চাকুরী বিষয়ক পত্রিকার স্ট্যান্ড, দুস্থদের মাঝে সেমাই চিনি বিরতণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও খেলাধূলার উপকরণ সরবরাহ, ডিজিটাল শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন, উপস্থাপনা বিষয়ক কর্মশালা, অঞ্চল ভিত্তিক ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, শহীদ মিনার পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন, যুবদের কম্পিউটার প্রশিক্ষণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, হাতধোয়া দিবস উদযাপন, ফটোগ্রাফি কন্টেস্ট, মা বিষয়ক রচনা প্রতিযোগিতাসহ নানাবিধ কাজ করে চলেছে।
সংগঠনটি শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের আর্থিক সহযোগিতায় এতদূর এগিয়ে এসেছে।সংগঠনটি থেকে নেয়া হয়েছে “আলোর সন্ধানে” সঞ্চয়ী ব্যাংক নামক একটি উদ্যোগ।
যেখানে আগ্রহী সুধীজনের কাছে একটি ব্যাংক পাঠানো হচ্ছে। এ ব্যাংকটি বছরের নির্দ্দিষ্ট সময় পরে সুহৃদদের কাছ থেকে তাঁদের সঞ্চিত অর্থসহ ফেরত নেয়া হবে।
সুহৃদজনের দেয়া সঞ্চিত সহযোগিতায় আগামী কার্যক্রমের এগিয়ে যেতে চায় “আলোর সন্ধানে নওগাঁ”। ঘটাতে চায় সুন্দর মানসিকতার উত্থান যার ফলশ্রুতিতে শুভ শক্তির প্রয়াসে সোনার পৃথিবী গড়তে পারবো আমরা।
পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও আলোর সন্ধানে নওগাঁ’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানাই। সুখ-দুখ, হাসি-কান্না সব সময় যারা আমাদের পাশে ছায়ার মতো ছিলেন সেইসকল শুভাকাঙ্খীদের আলোর সন্ধানে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাচ্ছে। আলোর সন্ধানে আপনাদের সহযোগিতায় আজীবন পাশে দাঁঁড়াতে চায় সুবিধা বঞ্চিত শিশু, দুস্থ মানুষ আর মেধাবী শিক্ষার্থীদের পাশে। ভালো মানসিকতার উত্থান হোক; “শুভ শক্তির জয় হোক”
-আলোর সন্ধানে নওগাঁ