শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করলো “আলোর সন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়”
|“আমরা থাকবো আলোর পথে ” এই প্রতিপাদ্যকে নিয়ে এগিয়ে চলেছে আলোর সন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারুন্যের উদ্দীপ্ত গতিতে এগিয়ে চলা আলোর সন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আলোর পথিকরা ১৪ মে, ২০১৬ বেলা ১১টায় মুন্সিগঞ্জ জেলাধীন ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাওয়ায় শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শিক্ষা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০জন শিক্ষার্থী মাঝে ৮০টি শিক্ষামূলক বই, ১০০টি কলম, ১০০টি খাতাসহ বিভিন্ন শিক্ষা্ উপকরণ বিতরণ করা হয়। আলোর সন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সভাপতি সালাউদ্দিন সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর সহকারী অধ্যাপক আবু সালেহ সিকান্দার সহ আলোর সন্ধানে’র কর্মীরা।
আলোর সন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উপকরণ বিতরণ শেষে শিক্ষার্থীদের সাথে সকলে।