আলোর সন্ধানে নওগাঁ ‘র প্রতিষ্ঠাতা পরিচালকের সম্মাননা লাভ

আলোর সন্ধানে নওগাঁর প্রতিষ্ঠাতা পরিচালক, সাপ্তাহিক শারদীয়ার নওগাঁ জেলা প্রতিনিধি, নওগাঁ জেলা রোভারের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক  মো. আরমান হোসেন মাসিক অগ্রদূত পত্রিকার ৬০ বছর পূর্তিতে বিশেষ সম্মাননা লাভ করেছেন। বাংলাদেশ স্কাউটসের মাসিক মুখপত্র অগ্রদূত-এর ৬০ বছর পূর্তি উপলক্ষে ৩ জুন, ২০১৬ শুক্রবার, বিকেল ৫.০০টায় ঢাকার কাকারাইলস্থ জাতীয় স্কাউট ভবনে তাকে এ সম্মননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হানাসুল হক ইনু।

‘অগ্রদূত’- এর প্রকাশনার ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্মারক সংখ্যা উম্মোচন এবং ৬০ বছরের অগ্রদূত প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (আইসিটি) মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের জাতীয় অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অগ্রদূত জেলা সংবাদদাতা এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্টদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সম্মাননাপ্রাপ্ত অন্যান্যরা হলেন, অগ্রদূত-এর সাএবক সম্পাদক জাহাঙ্গীর হাবীবউল্লাহ, বর্তমান সম্পাদক মোঃ তৌফিক আলী, প্রাক্তন ইনর্ভাহী সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন, সহ-সম্পাদক ফরহাদ হোসেন, এবং আওলাদ মারুফ। জেলা পর্যায়ের সংবাদদাতাদের মধ্যে মো. আরমান হোসেন ছাড়াও যারা সম্মননা পেয়েছন তারা হলেন, লক্ষ্মীপুরের কবির আহাম্মদ, দিনাজপুরের খন্দকার খায়রুল আনম, ফেনীর মোঃ বেল্লাল হোসেন, সিরাজগঞ্জের মোঃ হোসেন আলী ছোট্ট, বগুড়ার সিজুল ইসলাম, পাবনার শরিফুল ইসলাম, যশোরের জাহিদ হাসান।

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *