আলোর সন্ধানে’র শীতবস্ত্র বিতরণ

আলোর সন্ধানে এবছর ৫৩৬জন শীতার্তের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে। আলোর সন্ধানে নওগাঁ জেলাসহ বগুড়া, রাজশাহী জেলা ৬টি উপজেলার শীতার্তেরে পাশে দাঁড়িয়েছে। সবার সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই।  নিচে সকল উপজেলার শীতবস্ত্র বিতরণের সংবাদ তুলে ধরার প্রয়াস করলাম।

আলোর সন্ধানে বদলগাছী: নওগাঁর বদলগাছীতে আলোর সন্ধানে বদলগাছী ও তুলসীগঙ্গা নন্দিনী নওগাঁ জেলা শাখার আয়োজনে ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় বদলগাছী উপজেলাধীন আধাইপুর ব্রাক্ষ্মণ পাড়াতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আলোর সন্ধানে’র উপদেষ্টা ড. ফাল্গুনী রানী চক্রবর্তী’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শতকত, আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর এস.এম ইউনুছার রহমান, মো. গোলাম মোস্তফা, মো. আনোয়ার হোসেন, পলাশ কুমার মুস্তফী, বদলগাছী প্রেস ক্লাবে সহ সভাপতি এমদাদুল হক দুলু, তুলসীগঙ্গা নন্দিনীর সাবেক সভাপতি মমতাজ বেগম, সমাজসেবক রজত কান্ত গোস্বামী, মো. আজাহার আলী, স্বপন হোসেন, আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা প্রদান করে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপ ও আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ৭০জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের সাথে স্বম্মিলিতভাবে ১২০ জন এবং সবার পাঠানো পুরাতন পরিস্কার ৫০ টি শীতের কাপড় মিলিয়ে ২৫০জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।


আলোর সন্ধানে সাপাহার: সাপাহারে আলোর সন্ধানে’র শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। আলোর সন্ধানে সাপাহারের আয়োজনে ও সাপাহার সরকারি কলেজ রোভার গ্রুপের সার্বিক সহযোহিতায় ২৯ ডিসেম্বর বেলা ১১টায় সাপাহার কলেজ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোর সন্ধানে সাপাহারের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আলতাফুল হক চৌধুরী (আরব) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আলম, আলোর সন্ধানে সাপাহারের উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক মো. মজিদুল আলম, আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন, আলোর সন্ধানে সাপাহারের সভাপতি বিপ্লব কুমার, আলোর সন্ধানে বদলগাছী’র সম্পাদক নিতেশ কুমার চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মো. রানা হামিদসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ৫০জন সুবিধাবঞ্চিত শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ পর্যন্ত অলাভজনক এই সংগঠনটি ৩০২জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।


আলোর সন্ধানে বাগমারা: আলোর সন্ধানে বাগমারা’র শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টায় রাজশাহীর বাগমারা উপজেলার ৩নং দ্বীপুর ইউনিয়নের মীরপুর উচ্চবিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত ৫০ জন শীতার্তের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরপুর উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. আ. সবুর মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মকলেছুর রহমান দুলাল, চেয়ারম্যান ৩নং দ্বীপপুর ইউপি; আলোর সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর সন্ধানে’র সাধারন সম্পাদক মো. সোহেল রানা।


আলোর সন্ধানে সান্তাহার:  বগুড়ার সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপে দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপের উদ্যোগে ০২-০৪ জানুয়ারি তিন দিন ব্যাপি ৩য় বার্ষিক তাঁবুবাসের সমাপনী দিনে এই দীক্ষা অনুষ্ঠিত হয়।

তাঁবুবাসের রোভারিং এর বিভিন্ন কার্যক্রমের মধ্যে সকালের বিপি’র পিটি, তাঁবু কলা, প্রাথমিক প্রতিবিধান, পাইওনিয়ারিং, সমাজ সেবামূলক কার্যক্রম, হাইকিং ও তাঁবুজলসা অনুষ্ঠিত হয়।

সান্তাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার নেতা মো. ইমতিয়াজুল আলম, নওগাঁ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন আলোর সন্ধানে’র সম্পাদক মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. আব্দুল মালেক, আলোর সন্ধানে মান্দা’র সভাপতি মেহেদী হাসান, আলোর সন্ধানে রানীনগরের সভাপতি মো. গোলাম রাব্বী মাঝি সহ রোভার ও আলোর সন্ধানে’র সদস্য বৃন্দ।

দীক্ষা অনুষ্ঠান শেষে রোভার গ্রুপের আয়োজনে ও সেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে সান্তাহারের সম্মিলিত প্রয়াসে ৫০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাঁবুবাসে ৩০জন রোভার সদস্য অংশগ্রহণ করে।


আলোর সন্ধানে মান্দা: আলোর সন্ধানে মান্দা’র শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ১৩ জানুয়ারি বিকেল ২টায় মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকউলী কলেজের রোভার নেতা মো. আঃ সামাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মাঝি, চেয়ারম্যান ১৪নং বিষ্ণুপুর ইউপি; মোছা. সেলিনা, সিরাজুল ইসলাম সাজু, আব্বাস খান, মামুনুর রশিদ, আলোর সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন, আলোর সন্ধানে’র সম্পাদক মো. সোহেল রানা, আলোর সন্ধানে’র প্রচার সম্পাদক বিদ্যুৎ হোসেন, আলোর সন্ধানে সান্তাহারের সভাপতি মো. আশিকুর রহমান, আলোর সন্ধানে সান্তাহারের সহ-সভাপতি মো. আশিক হোসেন, আলোর সন্ধানে সান্তাহারের সম্পাদক মো. জাহিদ হোসাইন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর সন্ধানে মান্দার সভাপতি এস. এম. মেহেদী হাসান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৬১ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। উল্লেখ্য যে, সংগঠনটি আলোর সন্ধানে’র শাখা সংগঠন হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্য সম্পাদন করলো। এই উপজেলার শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে সংগঠনটি এবছর নওগাঁর বদলগাছী, সাপাহার, মান্দা, রাজশাহীর বাগমারা, বগুড়ার সান্তাহারে সর্বমোট ৪৯১জন শীতার্তের পাশে দাঁড়িয়েছে।


আলোর সন্ধানে রানীনগর: আলোর সন্ধানে রানীনগরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ১৫ জানুয়ারি বেলা ১১টায় রানীনগর শের এ বাংলা ডিগ্রি মহাবিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর সন্ধানে’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের এ বাংলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও আলোর সন্ধানের উপদেষ্টা রোটারিয়ান মোফাখ্খার হোসেন খান, রোভার নেতা জাহাঙ্গীর আলম, মো. মোস্তাফিজুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুরুজ্জামান, দর্শন বিভাগের প্রভাষক মোছাঃ শাহানাজ, ইংরেজী বিভাগের দেওয়ান মতিউর রহমান স্বপন, আলোর সন্ধানে’র সম্পাদক মো. সোহেল রানা, আলোর সন্ধানে’র প্রচার সম্পাদক বিদ্যুৎ হোসেন, আলোর সন্ধানে সান্তাহারের সভাপতি মো. আশিকুর রহমান, আলোর সন্ধানে সান্তাহারের সহ-সভাপতি মো. আশিক হোসেন, আলোর সন্ধানে সান্তাহারের সম্পাদক মো. জাহিদ হোসাইন, কোষাধ্যক্ষ সজল হোসেন, জান্নাতুল ফেরদৌস, মোছা: সিফাত সুলতানাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর সন্ধানে রানীনগরের সম্পাদক শাকিল হোসেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৫0 জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন শের এ বাংলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও আলোর সন্ধানের উপদেষ্টা রোটারিয়ান মোফাখ্খার হোসেন খান।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *